অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় মুক্তিযোদ্ধার কন্যাকে গণধর্ষণের দায়ে ৩ যুবকের যাবজ্জীবন কারাদন্ড


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০১৯ রাত ১১:৪৫

remove_red_eye

৬৩২

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় এক মুক্তিযোদ্ধার কন্যাকে গনধর্ষনের ঘটনায় ৩ জন যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও প্রত্যেক আসামীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। র্দীঘ প্রায় ৮ বছর মামলা চলার পর বুধবার দুপুরে ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান জানার্কীন আদালতে এ রায় প্রদান করেন। এসময় দন্ড প্রাপ্ত ৩ আসামী আদালতে উপস্থিত ছিলেন ।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাযায়, ২০১১ সনের ১ জুলাই ভোলা সদর উপজেলার চর আনন্দ গ্রামের এক মুক্তিযোদ্ধার কন্যা (১৮) অটোতে করে তার নানা বাড়ি যাওয়ার সময় বেড়ি বাধে তাকে একা পেয়ে এলাকার বখাটে প্রভাবশালী ভূট্রো সর্দার (৩২), আবুল বশার সর্দার (২৩) ও রফিক মাল (৩৫) জোর পূর্বক সুমনের পরিত্যাক্ত ঘরে তুলে নিয়ে যায়। রাত ভর সুমনের ঘরে পাষন্ড ৩ যুবক ধর্ষন করে চলে যায়। পরে সকালে ওই ধর্ষিতা পাশ্ববর্তী এক বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এক পর্যায়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে ওই ধর্ষকরা ওই বাড়ি থেকে ধর্ষিতা বের করে দেয়। এমনকি প্রভাবশালী ধর্ষকরা শালিশের মাধ্যমে ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা চালায়। অবশেষে ওই ধর্ষিতা বাদী হয়ে ৫ জনকে আসামী করে আদালতে মামলা করে। মামলার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতে মামলা দায়ের করার পর ভোলা থানায় মামলা রেকর্ড করার জন্য আদালত নির্দেশ দেয়।
ভোলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম মোর্শেদ কিরন তালুকদার জানান, এর পর র্দীঘ ৮ বছর মামলা চলার পর বিজ্ঞ বিচারক আতোয়ার রহমান ভূট্রো সর্দার (৩২), আবুল বশার সর্দার (২৩) ও রফিক মাল (৩৫) কে সশ্রম কারাদন্ড ও প্রত্যেক আসামীকে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া মামলার অপর আসামী বাদশা (৩৫) ও কবির (২৮) এর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে বে-কসুর খালাস প্রদান করেন। এদিকে আসামী পক্ষের আইনজীবী ছিলেন, রেজাউল করিম ফারুক ও স্বপন কৃষœ দে,মাকসুদুর রহমান।