অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় সোনালী ব্যাংকে ব্যাগ কেটে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ২১ হাজার টাকা চুরি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০১৯ রাত ১১:৪৮

remove_red_eye

৪৯৪

কামরুল ইসলাম : ভোলায় সোনালী ব্যাংকে অবসর প্রাপ্ত এক সেনা সদস্যের শপিং ব্যাগ কেটে ৩ ব্যাক্তি ২১ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সিসি ক্যামেরায় এ ঘটনা ধরা পড়লেও ওই ৩ ব্যাক্তিকে পুলিশ বুধবার রাত পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। ঘটনাটি ঘটে মঙ্গলবার বেলা ১১ টায় সোনালী ব্যাংকের ভোলা শাখায়।
সোনালী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক কবির আহমেদ জানান, মঙ্গলবার ১১ টার দিকে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য তার পেনশনের টাকা তুলতে ব্যাংকে আসেন। তিনি প্রথমে পেনশনের টাকা তুলে একটি শপিং ব্যাগে রাখেন। তার পর অন্য একটি চেক দিয়ে ক্যাশ কাউন্টারের সামনে থেকে টাকা তুলছিলেন। এ সময় তার শপিং ব্যাগ কেটে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই সেনা সদস্য পরে টের পায়। এর পর ঘটনাটি ব্যাংক ম্যানেজারকে জানালে,সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞাত ৩ ব্যাক্তি ব্যাগ কেটে টাকা নিয়ে যায়। তাৎক্ষনিক ঘটনাটি ভোলা থানা পুলিশকে জানানো হয়। তারা ঘটনা স্থলে গিয়ে ওই সেনা সদস্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। কিন্তু এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে ভোলা থানার ওসি ছগির মিঞা জানান,তারা টাকা চুরি করে নেয়া ব্যাক্তিদের ছরি র্সংগ্রহ করেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। তবে কোন মামলা হয়নি।