অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বেদে পরিবারের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২২ রাত ১১:০৫

remove_red_eye

৪৩০

ভোলার অসহায় ছিন্নমূল ভাসমান শীতার্ত বেদে পরিবারের মাঝে  রাতের আধারে  শীত বস্ত্র বিতরণ করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী। বুধবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় ভোলার সদর উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন হেলিপ্যাড মাঠে  অসহায় দুস্থ ছিন্নমূল ৫০ বেদে পরিবারের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, গত কয়েক দিনের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। সমাজের অসহায়, এতিম ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তারা যাতে কষ্ট না পায় সে জন্য জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দায় বদ্ধতার অংশ হিসাবে ছিন্নমূল ভাসমান মানুষের  মাঝে  আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সমাজের শীতার্ত মানুষের সহযোগিতা করার। সেই ধারবাহিকতায় বেদে পরিবারের  মাঝে শীতবস্ত্র বিতরণ করা হল।

এর আগে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এর মাধ্যমে হিজড়া সম্প্রদায়, জেলে পল্লী, বেড়িঁবাধের ও চরাঞ্চলের  দুস্থ মানুষের মাঝে এই শীত বস্ত্র পৌছে দেয়া হয়। শীত বস্ত্র বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ





আরও...