অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কৃষকদের মাঝে কম্বল বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২২ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৩৬৪

ভোলা সদর উপজেলার অসহায় ও শীতার্ত  কৃষকরা পেলো শীতবস্ত্র কম্বল। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলার শহরের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে কৃষকদের মাঝে কম্বল বিতরণ করেন বাংলাদেশ ক্রপ প্রোটেশন এসোসিয়েশন (বিসিপিএ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রপ প্রোটেশন এসোসিয়েশনের সভাপতি ও এসিআই ফরমুলেশন লিমিটেডের বরিশালের ডেপুটি সেলস ম্যানেজার মোঃ রেজাউল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, ন্যাশনাল এপ্রিকেয়ারের বরিশালেল আরএসএম মোঃ রেজাউল ইসলাম, পদ্মা অয়েল কোম্পানি  লি: সিনিয়র কর্মকর্তা মোঃ শহিদুল আজম, এসিআই’র এরিয়া ম্যানেজার মোঃ তৌহিদুল ইসলাম, টেরিটরি অফিসার সুমন দত্ত প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ ক্রপ প্রোটেশন এসোসিয়েশন (বিসিপিএ) সব সময় মানবতার সেবায় কাজ করে থাকে। এর ধারা বাহিকতায় ভোলার শীতার্ত কৃষকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এর ধারা তাদের অব্যাহত থাকবে।এদিকে আজ ভোলা সদরসহ এরআগে অন্যান্য উপজেলায় প্রায় ৫ শতাধিক শীতার্ত কৃষকদের মাঝেও কম্বল বিতরণ করেন।





আরও...