অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


৪০২ দিন পর খেলতে নামলেন মাশরাফি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২২ বিকাল ০৫:৪৬

remove_red_eye

৫১৫

 অনেক দিন ধরে খেলার বাইরে মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ ২০২০ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু কাপে খেলেছিলেন। এরপর পাক্কা ৪০২ দিন কোনও ম্যাচ খেলেননি বাংলাদেশের সাবেক অধিনায়ক। বিপিএলের শুরুতে খেলার কথা থাকলেও চোট তার ফেরাটা বিলম্বিত করছিল। অবশেষে মঙ্গলবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে মিনিস্টার গ্রুপ ঢাকার ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন।

বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলা হয়নি মাশরাফির। এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে মাঠে নেমেছেন। তাকে ছাড়া আগের তিন ম্যাচের দুটিতেই হেরেছে দল। মঙ্গলবার সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে মিনিস্টার গ্রুপ ঢাকা।

দীর্ঘ বিরতি পড়ে যাওয়ায় বিপিএল খেলতে মাশরাফি ওজন কমিয়েছেন প্রায় ১০ কেজি। বেশ কিছুদিন ধরে নিয়মিত অনুশীলনও করেছেন। বল হাতে ৬ জানুয়ারি থেকে নিজেকে ঝালিয়ে নিতেও দেখা গেছে। এই প্রস্তুতি নিতে গিয়েই পিঠের পুরনো ব্যথায় আক্রান্ত হন নতুন করে। সবমিলিয়ে তাই মাশরাফির ফেরাটা বিলম্বিত হলো। সেজন্য আবার গত কয়েকদিন অনুশীলনও করেছেন।

সূত্রঃ জনকন্ঠ