অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ৪৮ঘন্টার আল্টিমেটাম দিলেন শিক্ষার্থীরা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২২ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৪৪৫

এম শরীফ  আহমেদ।। "পরিবারের বোঝা থেকে মুক্তি চাই,চলমান পরীক্ষা স্থগিত চাই না" "সেশনজট মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয় চাই" "খেলা হয় মেলা হয়, পরীক্ষা দিতে কিসের ভয়" এমন নানা শ্লোগানে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নেওয়ার জন্য  মানববন্ধন করেন পরীক্ষার্থীরা। সোমবার (২৪জানুয়ারি) ভোলা প্রেসক্লাব চত্বরে  মানববন্ধন করেন ভোলার শিক্ষার্থীরা।এতে ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য কলেজের কয়েকশ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 
 
ভোলা সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজিত মানববন্ধনে বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান সময়ে বাণিজ্য মেলা, বিপিএলসহ সকল কিছুই আগের মতো চলছে।কিন্তু হঠাৎ করে আমাদের চলমান পরীক্ষা বন্ধ করে দেওয়ার কোনো কারণ খুজে পেলাম না।সবকিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে আমাদের পরীক্ষা চলবে না কেন?আমরাতো আর শিশু নই,আমাদের এখন বয়স হয়েছে। আমরা অন্যান্যদের চাইতে বেশি সচেতন।
 
বক্তারা আরও বলেন,আমরা হতাশ।এদিকে পরিবার আমাদেরকে চাকরি করার জন্য চাপ দিচ্ছে অন্যদিকে দিন দিন আমাদের বয়স বাড়ছে কিন্তু আমাদের অনার্স শেষ হচ্ছে না। এতে করে আমরা সরকারি চাকুরীতে আবেদনের সুযোগ হারাচ্ছি। করোনা ভাইরাস কোনো সাময়িক মহামারি নয়, এটা সহজে সম্পূর্ণভাবে নির্মূল করাও সম্ভব নয়।তাই আমাদের দাবী সংশোধিত রুটিন প্রকাশ করে স্বাস্থ্যবিধি মেনে অতিদ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা নেওয়ার আহ্বান করছি।আমরা ৪৮ঘন্টা সময় দিয়েছি, এই সময়ের মধ্যে কোনো নির্দেশনা না পেলে, আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবো।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এইচ এ শরীফ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ রায়হান, শাকিল মাতাব্বর,আসমাউল হুসনা হ্যাপি।ব্যবস্থাপনা বিভাগের শিক্ষারর্থীরা মোঃ সাব্বির হোসেন ও মোঃ হান্নান।মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুহাস,জয়ন্ত সাহা, সাইফুল।পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ আরমান হোসেন।অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ হোসেন।সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোঃ আকবর হোসেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ শিহাব।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মাকসুদুর রহমান প্রমূখ।
 
মানববন্ধন শেষে ভোলা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
 
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের চলমান পরীক্ষা করোনা ভাইরাস মহামারীর জন্য হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়।এতে করে একাডেমিকের শেষ পর্যায়ে এসে শিক্ষার্থীরা হতাশার মধ্যে পড়েছে। 
 
 






আরও...