অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


আইজিপি ব্যাচ-২০২০ পুরস্কার পাচ্ছেন মনপুরা থানার ওসি সাইদ আহমেদ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২২ রাত ১১:২৬

remove_red_eye

৫৯১

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আইজিপি ব্যাচ-২০২০ পুরস্কার পাচ্ছেন ভোলার মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ। পুরস্কারের তথ্যটি নিশ্চিত করেন ওসি সাইদ আহমেদ।শনিবার বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে পুরুস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। এতে পুরুস্কারপ্রাপ্তদের নামের তালিকার মধ্যে মনপুরা থানার ওসি সাইদ আহমেদের নামের ক্রমিক নং ১৭৪। তবে তিনি বরগুনার পাথরঘাটা থানার ওসি তদন্ত হিসাবে ভাল কাজ করায় এই পুরুস্কার পাচ্ছেন।

এদিকে ওসি আইজিপি পুরুস্কার-২০২০ সম্মানে ভূষিত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মনপুরার বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের নের্তৃবৃন্ধ, শিক্ষক ও ইমাম সমিতির নেতারা অভিনন্দন জানান।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, পুরুস্কারের তালিকায় আমার নাম আসায় আমি আনন্দিত। এছাড়াও আমার তদন্ত কর্মে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞা জানান ওসি। সামনে আরও ভাল কাজ করে যেতে সকলের সহযোগিতা চান তিনি।