অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় গৃহবধু ধর্ষণ ও শিশু হত্যা মামলার আসামী ৭ মাস পর গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জানুয়ারী ২০২২ রাত ১১:২২

remove_red_eye

৪৫৭

আকতারুল ইসলাম আকাশ II ভোলায় মধ্যরাতে রিকশা চালকের বসতঘরে প্রবেশ করে ঘুমন্ত গৃহবধূকে গণধর্ষণ, মালামাল লুট এবং ৩ মাস বয়সী শিশুকে ডোবায় ছুড়ে ফেলে হত্যা মামলার দ্বিতীয় আসামী জুলহাসকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে রবিবার ভোলায় নিয়ে আসা হয় ওই আসামীকে।  


জানা যায়, গত বছরের ৭ জুলাই মধ্যরাতে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে রিকশা চালক মঞ্জুর আলমের বসতঘরে একদল দুবৃত্ত প্রবেশ করে ঘুমন্ত গৃহবধুকে ধর্ষণ করে। এ সময় ওই গৃহবধুর ৩ মাস বয়সী শিশুটি কান্না করতে থাকলে আশপাশের মানুষ জেগে যাবে এই ভয়ে শিশুটিকে ঘরের পাশের ডোবার পানিতে ছুড়ে ফেলে হত্যা করে দুর্বৃত্তরা। পরে যাবার সময় ঘরের মালামালও লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ওইদিন ভোলা সদর মডেল থানায় অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে শিশু হত্যা, গণধর্ষণ ও দস্যুতা উল্লেখ করে একটি মামলা দায়ের করেন গৃহবধূর স্বামী মঞ্জুর আলম।ঘটনার দুইদিন পর ৯ জুলাই একই গ্রামের লালমিয়া ওরফে লালুকে আটক করে পুলিশ। আদালতে দেয়া জবানবন্দিতে বেরিয়ে আসে ঘটনার চাঞ্চল্যকর তথ্য। সেই সাথে অপরাপর আসামীদের নামও জানতে পারে পুলিশ।


এ ঘটনায় এখন পর্যন্ত মামলার দুই আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলার কন্ঠকে জানান, অন্যান্য আসামিদের গ্রেফতারের বিষয়ে চেষ্টা চলছে।





আরও...