অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে পুলিশের অভিযানে গাঁজাসহ বিক্রেতা আটক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২২ রাত ১০:২১

remove_red_eye

৪৮২

ভোলার তজুমদ্দিনে থানা পুলিশ অভিযান চালিয়ে  গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছেন। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেলা হাজতে প্রেরণের প্রস্তুতি নিয়েছেন।


থানা সূত্রে জানা যায় , শনিবার সন্ধ্যায় এসআই (নিঃ) মোঃ সামিম সরদার এবং এএসআই হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শশীগঞ্জ মারকাজ মাদ্রাসা সংলগ্ন পশ্চিম পাশে রাস্তায় মোঃ কামাল (৫০) এর শরীর তল্লাশি করে তার নিকট হতে ৫০ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করেছে। 

উদ্ধারকৃত অবৈধ বাজার মূল্য দুই হাজার টাকা । পরে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান, পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারনি ১০ (ক) ধারায় মামলা দায়ের করে তাকে জেল- হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।