অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভারতের উপহার আইসিইউ এ্যাম্বুলেন্স ভোলা পৌরসভায় হস্তান্তর


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২২ রাত ১০:১১

remove_red_eye

৪৭৪


দেশের বৃহত্তর দ্বীপ জেলা ভোলার মানুষের  চিকিৎসা সুবিধার জন্য ভারত সরকারের পক্ষ থেকে আইসিইউ সুবিধা সম্পন্ন একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স উপহার দেয়া হয়েছে। শনিবার বিকালে ভোলা পৌরসভার হলরুমে আনুষ্ঠানিকভাবে পৌর মেয়র মনিরুজ্জামানের কাছে এ্যাম্বুলেন্সর চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন খুলনার ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না।
ভোলা পৌরসভার মেয়র মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা-১ আসনের সংসদ সদস্য ,আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধান অতিথি’র বক্তব্যে তোফায়েল আহমেদ ভারতের সহকারী হাই কমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভারত আমাদের ঘনিষ্ট প্রতিবেশি দেশ। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত যথেস্ট সহায়তা করেছে। আমাদের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। আগামী দিনে দুই দেশের সাথে সুসম্পর্ক অব্যাহত থাকবে।


অনুষ্ঠানের গেষ্ট অব অনার খুলনার ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেন, ভারত বাংলাদেশ একই মায়ের দুটি সন্তান। বাংলাদেশের জনগণের জন্য ভারতের জনগণের পক্ষ থেকে এই এ্যাম্বুলেন্সটি উপহার স্বরুপ দেয়া হয়েছে। আইসি ইউ সুবিধাসহ এই এম্বুলেন্সের মাধ্যমে গুরুতর রোগে আক্রান্তদের চিকিৎসা সুবিধায় সহায়ক হবে। রাজেশ কুমার রায়না আরও বলেন, বাংলাদেশের জনগণের জন্য ভারত সরকারের পক্ষ থেকে ১০০ টিরও বেশি এধরণের এ্যাম্ব্যুলেন্স দেয়া হয়েছে। দ্বীপ জেলা ভোলায় আরও একটি এ্যাম্ব্যুলেন্স দেয়ার প্রস্তাব বিবেচনাধিন রয়েছে।
মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভারত সরকারের পক্ষ থেকে ভোলা পৌরসভাকে দেয়া এ্যাম্ব্যুলেন্সটি অত্যন্ত আধুনিক মানের এ্যাম্ব্যুলেন্স।

এতে লাইপসাপোর্ট ব্যাবস্থা রয়েছে। রয়েছে আইসিইউ এবং ভ্যান্টিলেশন সুবিধা। শুধু তেল খরচ দিয়ে গুরুতর অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার  জন্য বরিশাল বা ঢাকা নেয়া যাবে। মেয়র আরও জানান, এ্যাম্ব্যুলেন্সটি ভোলা পৌরসভার স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকবে। একটি হট লাইনের মাধ্যমে জনগণ এ্যাম্ব্যুলেন্স সুবিধা নিতে পারবেন। এমন অত্যাধুনিক সুবিধা সম্পন্ন একটি এ্যাম্ব্যুলেন্স উপহার দেয়ায় ভারত সরকার এবং  সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়নাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন পৌর মেয়র মনিরুজ্জামান মনির।

এ সময় অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্বাসউদ্দিন, ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান , জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হামিদুল হক বাহালুল, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম  প্রমূখ উপস্থিত ছিলেন।





দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান

দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসেছেন তারেক রহমান

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

আসন্ন নির্বাচন আয়োজনে ‘আমরা পুরোপুরি প্রস্তুত’ : প্রধান উপদেষ্টা

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর পরিকল্পনা নেই ইসির

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

কর্মসূচি নেই, নেতাকর্মীদের সড়ক থেকে সরে যেতে বললেন তারেক রহমান

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল

ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ ৪ জনের নিয়োগ বাতিল

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

আরও...