অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ৫’ শত হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২২ রাত ০৯:৩৪

remove_red_eye

৪৬৫




বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫’ শত হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় পৌরসভা চত্ত¡রে  পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

প্যানেল মেয়র মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও মো. সাইফুর রহমান, সহকারী কমিশনার( ভূমি) মো. শোয়াইব আহমাদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আ. সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল  হোসেন, পৌর সচিব প্রণয় কুমার সাহা প্রমুখ। ওই সময় পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।