অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪ | ১৪ই চৈত্র ১৪৩০


ভোলার ভেলুমিয়ার চরে গবাদিপশুর টিকা প্রদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৩২

remove_red_eye

২৫৬




বাংলার কণ্ঠ প্রতিবেদক : সুইস এজন্সি ফর ডেবলপমেন্ট কোপারেশন (এসডিসি) অর্থায়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের  (এলআর এমপি) মডেল-২ এর আওতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর মোহাম্মদে গবাদি পশুর খুরা রোগের টিকা প্রদান করা হয়েছে। জেলা প্রানিসম্পদ দপ্তর থেকে ক্ষুরা রোগের এ টিকা দিয়ে সহযোগিতা করে।
টিকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান, উপ-ব্যাবস্থাপক কৃষিবিদ মোঃ মাহামুদুর রহমান, গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবির, উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রানি সম্পদ কর্মকর্তা সুশংকর দে সুপ্ত, সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ কামরুজ্জামান ও খলিলুর রহমান।
ক্যাম্পে প্রায় ৮০০ গবাদিপ্রাণিকে (গরু-৩৫০ ও মহিষ-৪৫০) ক্ষুরা রোগের টিকাও  কৃমিনাশক  প্রদান করা হয়।