অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ফেয়ারওয়েলের প্রস্তাবে রাজি হননি কোহলি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জানুয়ারী ২০২২ সন্ধ্যা ০৬:৪৬

remove_red_eye

৪০১

বাংলার কণ্ঠ ডেস্ক : টেস্টে তিনি ভারতের সফলতম অধিনায়ক। কিন্তু অধিনায়কত্ব অধ্যায়টা সাফল্যের সঙ্গে শেষ করতে পারলেন না বিরাট কোহলি। হঠাৎই তাকে সরে যেতে হলো নেতৃত্ব থেকে। মুখে ব্যক্তিগত সিদ্ধান্ত বললেও অনেকেই মনে করছেন, অন্তর্কোন্দলের কারণেই নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছেন কোহলি।এর মধ্যে জানা গেলো আরও এক খবর। টেস্ট অধিনায়কের পদ ছাড়ার আগে কোহলিকে নাকি ফেয়ারওয়েল টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কিন্তু কোহলি রাজি হননি।

কোহলির নেতৃত্বে টেস্টে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে ভারত। সেই কোহলি যখন নেতৃত্ব ছাড়ার কথা বলেন, তখন তাকে ফেয়ারওয়েল সম্মাননা দিতে চায় বোর্ড। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে কোহলির ১০০তম টেস্ট হতো অধিনায়ক হিসেবে তার ফেয়ারওয়েল টেস্ট।কিন্তু কোহলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। 'টাইমস অব ইন্ডিয়া'র বরাতে জানা যায়, ফেয়ারওয়েলের প্রস্তাবে কোহলির জবাব ছিল এমন কঠিন, ‘একটা টেস্ট কোনও পার্থক্য তৈরি করবে না। আমি সেরকম নই।’টেস্টে ভারতকে সাত বছর নেতৃত্ব দিয়েছেন কোহলি। তার অধিনায়কত্বে ভারত ৬৮টা টেস্ট খেলেছে। জিতেছে ৪০টাতেই। জয়ের হার বাকি অধিনায়কদের থেকে বেশি। কোহলির অধিনায়কত্বে ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ হারেনি। বিদেশে অস্ট্রেলিয়ার মাটিতে জয়ও আছে। কোহলি একমাত্র টেস্ট ব্যাটার যিনি ৫ হাজারের বেশি রান করেছেন। ব্যাটিং গড় ৫২-র বেশি।কিন্তু শেষটা তো মনের মতো হলো না। দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেই সফল নেতৃত্ব অধ্যায়ের 'বিফল' ইতি ঘটলো কোহলির।