অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানের মেঘনায় চলছে জাটকা নিধনের মহোৎসব


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জানুয়ারী ২০২২ রাত ১১:১৫

remove_red_eye

৪২১



প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০ টাকা


এম,এ খায়ের, দৌলতখান : ভোলার দৌলতখানের মেঘনায় মহোৎসবে চলছে জাটকা নিধন। জাটকা কেনার গ্রাহক না থাকায় মৎস্যঘাটে প্রতিহালি জাটকা দেদারসে বিক্রি হচ্ছে ৫০ টাকাদরে। ছোট ফাঁসের অবৈধ কারেন্ট, গুটি, বেড়জাল ও কৌশলী চিকন সুতার জাল দিয়ে নির্বিচারে ইলেশে গুড়ির এসব জাটকা নিধন অব্যাহত রয়েছে। উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ডের অভিযান থাকা সত্তেও বেপরোয়া জেলেরা জাটকা নিধন অব্যাহত রেখে জমজমাট ব্যবসা করে যাচ্ছে। রবিবার উপজেলার মেদুয়া মৎস্যঘাট, কাজীরহাট, দৌলতখানের পাতার খাল, ভবানীপুর, ঘোষের হাট, এছাহাক মোড়, রাধাভল্লব মৎঘাট ঘুরে সরেজমিন দেখাযায়, প্রচুর ইলিশে জাটকা কেনাকাটায় ব্যাস্ত ঘাটের ম্যৎস্য ব্যবসায়ীরা। জেলেদের মাছ ধরার নৌকা ট্রলার থেকে ঝুড়ি ভর্তি জাটকা উঠানামায় ব্যাস্তসময় পার করছে ঘাটের মৎস্য শ্রমিকরা। জাটকা ক্রয়-বিক্রয়ে সরগরম মৎস্য ঘাটগুলো। ঘাটের বরফকলগুলো সচল। বরফ ভাঙ্গা ও জাটকার ঝুড়িতে বরফ দেয়ার কাজ চলছে। জেলেদের পদচারণা ও কোলাহলে মুখরিত মাছঘাট এলাকা। পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের জাটকা রক্ষা অভিযানের সাথে পাল্লা দিয়ে সমানতালে চলছে মহোৎসবে জাটকা  নিধন ও বেচাকেনা। ঘাটে গিয়ে দেখাযায়, অসাধু মৎস্য ব্যবসায়ীরা ঝুড়ি ভর্তি করে এসব জাটকা ট্রাক ও যাত্রীবাহী লঞ্চ যোগে রাজধানী শহর ঢাকাসহ দেশের বিভিন্নস্থানের মোকামে পাঠাচ্ছে। এছাড়া স্থানীয় ব্যবসায়ীরা ব্যাটারী চালিত অটো যোগে  উপজেলার হাট-বাজারে নিয়ে প্রকাশ্যে এসব জাটকা বিক্রয় করছে। হাট-বাজারে জাটকা বিক্রয়ে মনিটরিং ব্যবস্থা না থাকায় প্রকাশ্যে এসব জাটকা দেদারসে বিক্রি হচ্ছে। দৌলতখানের বিভিন্ন গ্রাম-মহল্লা, বাসাবাড়ির অলিগলিতেও জাটকা বিক্রয় করা হচ্ছে। মৎসঘাটে হাঁক-ডাক দিয়ে প্রতিহালী জাটকা বিক্রয় হচ্ছে ৫০ টাকা দরে। মেঘনায় মাছশিকারি ট্রলারের জেলে মহসিন মাঝি বললেন, মেঘনায় নির্বিচারে এভাবে জাটকা শিকার অব্যাহত থাকলে ইলিশ মৌসুমে মেঘনা ইলিশ শূন্যের শন্কা রয়েছে। স্থানীয় জেলে, সফু, ফিরোজ ও  বিল্লাল মাঝি বললেন, ঘাটে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের অভিযানের পাশাপাশি মেঘনায় নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের আরও জোতদার টহল  প্রয়োজন।
অপর দিকে শনিবার (১৫ জানুয়ারি) উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড জাটকা রক্ষার যৌথ অভিযান চালিয়ে প্রায় ২৫মণ জাটকা ইলিশ জব্দ করেছে। উপজেলার ঘোষেরহাট, ও এছাক মোড় মাছঘাটে উপজেলা মৎস্য বিভাগ ও ভোলা কোস্টগার্ড পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৫মন জাটকা ইলিশ জব্দ করে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি মাছঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। এসময় মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাছ ব্যবসায়ীরা পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসার এতিম ও গরিব অসহায়দের মাঝে বিতরণ করেছেন।