অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় স: প্রা: শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি মনোয়ারা সম্পাদক আজাদ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৩১

remove_red_eye

৩৪১





মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে ৯৭ ভোট পেয়ে হাজীরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম সভাপতি ও ১১৫ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হন উড়ির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আলাউদ্দিন আজাদ।

শুক্রবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা অডিটোরিঢয়ামে ভোট কেন্দ্রে ৪৩ টি সরকারি প্রথমিক বিদ্যালয়ের ১৯১ জন শিক্ষক গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। পরে সন্ধ্যায় ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ মাহতাব উদ্দিন অপু ভূঁইয়া।

এছাড়াও  ৯টি পৃথক পদে শিক্ষক নেতারা প্রতিদ্ব›িদ্বতা করে বিজয়ী হয়েছেন, সহসভাপতি মোঃ নুরুজ্জামান, কৃষ্ণ গোপাল, মোঃ মাহরুপ হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ সেলিম, দপ্তর সম্পাদক মোঃ সালাউদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ ইউনুচ ও শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাকির হোসেন।