অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে জাটকা মজুদ করার দায়ে একজনের ৫ হাজার টাকা জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২২ রাত ০৯:৩০

remove_red_eye

৩৬২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আজ জাটকা (ছোট ইলিশ) মজুদ করার দায়ে এক মাছ বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে হাকিমুদ্দিন মাছঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমানের আদালত এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত মো: কামাল (৪০) উপজেলার হাসানগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আহমদউল্লাহর ছেলে। এসময় প্রায় ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ জানান, মাছঘাটে বিক্রির উদ্যেশ্যে জাটকা প্যাকেটজাত করছিলো কামাল। পরে জব্দকৃত ছোট ইলিশ অসহায়দের মাঝে বিলি করা হয়।
উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ নভেম্বর ২০২১ থেকে জুন ২০২২ পর্যন্ত দেশে (১০ ইঞ্চি) জাটকা শিকার, পরিবহন, সংরক্ষণ, বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।