অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সেই দিনের অপেক্ষায়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২২ সকাল ০৭:০০

remove_red_eye

৭০৫


রাসেল শামসুদ্দিন


আমি আজও সেই দিনের অপেক্ষায়
যেইদিন তুমি ঘুম ভাঙ্গানি হয়ে আসবে।
সাদা পালকিতে করে চমকি ঠমকি ঠমকি গড়নে।
নীল আকাশ পরণী গায়ে চন্দ্রউজ্জল গড়নে।
আমি আজও সেই দিনের অপেক্ষায়
যেইদিন আমি আমকে আবিষ্কার করবো তোমার লোচন জুড়িতে।
 আমার প্রতিচ্ছবি  ভাসবে তোমার পলকে পলকে।
 তোমার সঙ্গি হবো আমি শ্রীচরণে।
আমি সত্যিই সেই দিনের অপেক্ষায়
যেইদিন আমার সব অপেক্ষারা অবসর নিবে।
 সকল অপেক্ষারা মুক্ত হয়ে ঝড়বে তোমার হাসিতে।
 তোমার এলোমেলো চুলে খুজে নেব নিজের সুখ।
সেই দিনের আসায় আজও আমি।
যেই দিন তোমার খোঁপায় বেলিফুলের মালা গুজে দেব স্বহস্তে।
তোমার মায়াভরা কেশমালা মাতাল করে দেবে আমাকে।
আমি হবো উম্মাদ আরাধোনায় মত্ত কোনো যুবক,
 যাহা তোমারই আবিষ্কার!
সেই দিনকি আসিবে সখি?
মাতিবো আমি তোমার ভালোবাসায়।
লালিত সকল স্বপ্নরা প্রাপ্তির রূপ পাবে কি?
নাকি হারিয়ে যাবে অপ্রাপ্তির ছায়া পথে!
 আমি সেই দিনেরই কথা ভাবি অকারণে।
আমি সেই দিনেরই জপমালা সাজাই হৃদয়ের স্তরে স্তরে।
আমি সেই দিনের কথাই ভাবি শয়নে স্বপনে প্রভাতে অপরাহ্নে।
 আমি সেই দিনেরই স্বপ্ন বুনি দিবসও রজনী ক্ষণে ক্ষণে।
সেই দিনের স্বপ্ন দেখিতে দেখিতে চশমায় বাড়িলো পাওয়ার।
সেই দিনের পথ চেয়ে থাকিতে থাকিতে চামরা ঝুলিয়া একাকার।
সেই দিন তবু আসিলোনা হায় জীবন সীমানায়।
তবু আজও সখি আমি সেই দিনের অপেক্ষায়।