অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় আরো ২ জন করোনায় আক্রান্ত :বন্ধ রয়েছে বুষ্টার টিকা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২২ রাত ১২:০০

remove_red_eye

৩৮২

 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। দুই দিনে আক্রান্ত ৫ জন। নেই সচেতনতা। রাস্তঘাট হাটবাজারে মাস্ক ব্যবহারের কোন বালাই নেই। নেই দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশে তথ্য অফিস সতর্কতা জারি করে মাইকিং করতে শুরু করেছে। অপরদিকে টিকা সংকটে বুষ্টার টিকা দেয়া বন্ধ রেখেছে স্বাস্থ্য বিভাগ। গেল ১৫ দিন আক্রান্ত সংখ্যা শূণ্য ছিল। কিন্তু বুধবার এক পরিবারে ৩ জন আক্রান্ত হন। ১৬ জনের নমুনা পরীক্ষায় তিন জনের পজেটিভ আসে। এদের মধ্যে ১০ বছরের শিশু রয়েছে একজন । বৃহস্পতিবার ১২ জনের নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ২ জন। স্বাস্থ্য বিভাগের তথ্যে এক মাসে আক্রান্ত ছিল না। নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আক্রান্ত সংখ্যা ছিল ১১ জন। অপরদিকে ৩১ অক্টোবর পর্যন্ত দেড় বছরে মোট আক্রান্ত ছিল ৬ হাজার ৮৫৫ । ৩০ নভেম্বর পর্যন্ত ছিল ৬ হাজার ৮৬৩ । ১৫ ডিসেম্বর পর্যন্ত ছিল ৬ হাজার ৮৬৫ । ৩০ ডিসেম্বর পর্যন্ত ছিল ৬ হাজার ৮ ৬৬ জন। নতুন বছরে আক্রান্ত সংখ্যা ছিল না। হঠাৎ করে আক্রান্ত বেড়ে যাওয়ায়, ফের নড়ে চড়ে ওঠে স্বাস্থ্য বিভাগও । ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী জানান, ঢাকায় করোনা আক্রান্ত বেরে গেলে, ভোলায়ও সর্তকতা বাড়াতে হয়। লঞ্চঘাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। এদিকে টিকা সংকটের কারনে বুস্টার টিকা দেয়া বন্ধ রাখা হয়েছে । ফলে বৃহস্পতিবার অনেকে টিকা কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে ফিরে যান। ফলে অনেকেই ক্ষোভ জানান। জেলা প্রশাসক জানান, শিক্ষার্থীদের টিকা নেয়ার বিষয়টি অব্যাহত রয়েছে। বুষ্টার টিকার ম্যাসেস আসাও বন্ধ রয়েছে। ম্যাসেস নিয়মিত হলে ফের টিকা দেয়া শুরু হবে।





আরও...