অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জানুয়ারী ২০২২ রাত ১০:৪৩

remove_red_eye

৪২১



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন করা উপলক্ষে  ভোলায় জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে জাতির জনক বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার সকালে শহরের বাংলা স্কুল মোড়ে ভোলা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দলের নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে দিয়ে নিরবতা পালন করে শ্রদ্ধা জানান। এছাড়া সন্ধ্যার পর  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমদের , সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, দপ্তর সম্পাদক  ইলিয়াস আহমেদ , উপ- দপ্তর সামসুউদ্দিন আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: শাহে আলম,  জেলা সেচ্চাসেবক লীগের সাবেক আহবায়ক মো: আবু সায়েম, সাবেক ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম, কৃষক লীগের সম্পাদক শহিদুল ইসলাম, তাঁতী লীগের সভাপতি এনামুল হক ফরমান প্রমুখ।





আরও...