অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় প্রধানমন্ত্রী’র বিশেষ ১০ টি উদ্যোগ নিয়ে মহিলা সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২২ রাত ০৯:০৪

remove_red_eye

৫৮৯




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার সদরে উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ টি উদ্যোগের প্রচার কার্যক্রম নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে শতাধিক নারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জেলা তথ্য কর্মকর্তা মো: নুরুল আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান। বক্তব্য দেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান, সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম।
বক্তারা বলেন, আজকের যে সমৃদ্ধ, উন্নত ও আধুনিক বাংলাদেশ, তার মূলে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ টি উদ্যোগ। এই উদ্যোগের ফলেই দেশে অর্থনৈতিক অবস্থার পরিবর্তনসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম তরান্বিত হচ্ছে। প্রধানমন্ত্রীর দেশ গড়ার দৃঢ় অঙ্গিকার, সূদুর প্রসারী চিন্তা-ভাবনা, কার্যকর উদ্যোগ, প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে দূর্বার গতিতে।