অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে এমপি মুকুলের অর্থ বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই জানুয়ারী ২০২২ রাত ০৯:০১

remove_red_eye

৪২২



 

 হাসনাইন আহমেদ  মুন্না : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে খাসমহল বাজারে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল’র ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ ৩৩ টি পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান, বোরহানউদ্দিন পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিব চৌধুরীসহ অন্যরা উপস্থিথ ছিলেন।
পরে একই স্থানে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল থেকে ৪০০ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এমপি মুকুল।
উল্লেখ্য, গত ৬ তারিখ বৃহস্পতিবার সকালে খাসমহল বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩৩ টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়।