অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধু সংবিধানে শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন : এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জানুয়ারী ২০২২ রাত ১০:২৯

remove_red_eye

৩৫৫





তজুমদ্দিন প্রতিনিধি :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণভাবে অবৈতনিক  ও বাধ্যতামূলক করেন বলে জানান ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার সকালে ভোলার তজুমদ্দিনে (এসইএসআইপি) প্রকল্পের অধীনে ৮৮ লক্ষ টাকা ব্যয়ে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের উর্ধ্বমুখী একাডেমিক ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, যারা আগামীর উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের নের্তৃত্ব দেবে, তাদের কে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদে পাঠদানের জন্য সারাদেশে উন্নত একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন, তিনি একজন শিক্ষা বান্ধব রাষ্ট্রনায়ক।
এর আগে লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তিন হাজার ১২-১৮ বছর শিক্ষার্থীর মাঝে কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামালউদ্দিনসহ আরও অনেকে।