অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে বিদ্যুতের সংযোগ পেলো ২২১ পরিবার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই আগস্ট ২০১৯ রাত ১১:০৪

remove_red_eye

৬১৬

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ২২১টি পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজার এলাকায় প্রায় সাড়ে ৫ কিলোমিটার এই সংযোগের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। নতুন লাইনের জন্য ব্যায় হয়েছে ৬৭ লাখ টাকা।
এখানে এমপি মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত উদ্যোগে আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। প্রত্যন্ত এলাকার অবহেলিত জনপদ আজকে বিদ্যূতের আলোয় আলোকিত হচ্ছে। ফলে মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। তারা গ্রামে বসেই শহরের সুজোগ সুবিধা লাভ করছে। অচিরেই এই জনপদের প্রত্যেক ঘরে শতভাগ বিদ্যূতের ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী কর্মকর্তা খালেদা খানম রেখা, পল্লী বিদ্যূতের জেনারেল মেনেজার আবুল বাশার আজাদ, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার।
এর আগে এমপি মুকুল বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।