অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২২ রাত ০৯:২৭

remove_red_eye

৩৫১



তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজনে ও উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা ব্যবস্থাপনায় তথ্য অধিকার আইন এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রওশন আরা বেগম।

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাসেদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল মিয়া,  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের  যুগ্ন সচিব আবুল বায়েছ ,উপ-সচিব শায়লা ইয়াছমিন প্রমূখ। জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন সহ ৪০জন বিশিষ্ট নাগরিক কর্মশালায় অংশগ্রহণ করেন।