অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করছে সরকার: এমপি শাওন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই আগস্ট ২০১৯ রাত ১১:০৬

remove_red_eye

৫০২

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশের সাধারণ জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে হতদরিদ্রের দেশ থেকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল দেশে পরিণত হয়েছে। দ্রæত সময়ে কিভাবে দেশকে উন্নত করা যায়, তার জন্য বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুসরণ করছে।
শনিবার বিকালে উপজেলার কালমা ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এর আগে এমপি শাওন ডা. আজহার উদ্দিন ডিগ্রী কলেজের আয়োজনে তার বাবা মরহুম হাজী নূরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।