অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২২ রাত ১০:৪৪

remove_red_eye

৪০৭




মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। মঙ্গলবার সকাল ১০ টায় পর্যায়েক্রমে এই অনুষ্ঠান পালিত হয়।

পরে বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় ভিডিও কনফানেন্সের মাধ্যমে  ছাত্রলীগের নেতা-কর্মীদের শুভেচ্ছাসহ বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া। এই সময় উপজেলা ছাত্রলীগের সম্পাদক সুমন ফরাজীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, যুগ্ন সম্পাদক মজনু ফরাজী, সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদারসহ অন্যান্যরা।