অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ইলিশায় ইউপি সদস্য রফিকের গণসংযোগে মানুষের ঢল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২২ রাত ১২:১৪

remove_red_eye

৪০০

আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী মো. রফিকুল ইসলামের (মোরগ প্রতীক) গণসংযোগে মানুষের ঢল নেমেছে। সোমবার বিকেলে তিনি তাঁর নির্বাচনী এলাকায় এক গণসংযোগে নামলে হাজারো মানুষ গণসংযোগে উপস্থিত হয়।
গণসংযোগ করা প্রার্থী রফিকুল ইসলাম জানান, পঞ্চম ধাপে ভোলার ১২ ইউপিতে আসছে ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে তিনি মোড়গ প্রতীকে প্রতিদ্ব›দ্বীতা করছেন। তিনি আশা করছেন ৫ জানুয়ারি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
স্থানীয়রা জানান, বিগত দিনে তিনি সমাজে অনেক উন্নয়নমূলক কার্যক্রম করেছেন। যাঁর কারনে স্থানীয়রা তাকে এই নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করবে। উল্লেখ আসছে ৫ জানুয়ারি ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





আরও...