অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২২ রাত ১১:১৫

remove_red_eye

৩৮৭



বাংলার কণ্ঠ প্রতিবেদক : “মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা” ¯েøাগানে ভোলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের হলরুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবার উপ-পরিচালক নজরুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ, বেসরকারী উন্নয়ন সংগঠন অগ্রদূত সংস্থা-এএস-এর নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন চৌধুরী সহ আরও অনেকে। সভায় ,আর্থসামাজিক উন্নয়ন সেবামূলক কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি,সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নিবন্ধন ও সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা ও উন্নয়নমূলক কর্মসূচির ওপর বক্তারা বক্তব্য রাখেন। সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা কার্ড প্রদান করা হয়।








আরও...