অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলায় প্রশাসনের নানান কর্র্মসূচী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই আগস্ট ২০১৯ রাত ১১:০৯

remove_red_eye

৬২৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
১৪ আগস্ট বুধবার সকাল ১০ টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১৫ আগস্ট বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত¡শাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শিশু সমাবেশ, সকাল ৯ টা ১৫ মিনিট ইসলামিক ফাউন্ডেশনে হামদ্-নাত ও হিফয্ প্রতিযোগিতা, ৯ টা ৩০ মিনিট জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। এছাড়াও আলোচনা সভা পুরস্কার বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিশেষ দোয়া ও মোনাজাত, প্রার্থনা এবং ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল স্থানে চিরঞ্জীব বঙ্গবন্ধু ও আমাদেও বঙ্গবন্ধুসহ অন্যান্য প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হবে।