অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


পূর্ব ইলিশায় নৌকা প্রার্থীর অফিসে হামলা ককটেল নিক্ষেপ ভাংচুর অগ্নিসংযোগ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জানুয়ারী ২০২২ রাত ১০:৫২

remove_red_eye

৩৪৫



কামরুল ইসলাম  : ভোলা সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: সরোয়ার্দীর নির্বাচনী অফিসে ককটেল নিক্ষেপ হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ করা হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার সন্ধ্যায় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ফাতেমা দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ রয়েছে, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস প্রতীক) আনোয়ার হোসেন ছোটনের কর্মী-সমর্থকদের নৌকার নির্বাচনী অফিসে এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী  নৌকার কর্মী মাইনুদ্দিন জানান, সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটনের একটি মিছিল শোডাউন করে ফাতেমা দাখিল মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় নৌকার নির্বাচনী অফিসে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। তখন অফিসের ভিতরে কেউ ছিলো না।  এসময় হামলাকারীরা চেয়ার টেবিলে ভাংচুরসহ অগ্নিসংযোগ করে। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ও  ভোলা-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদের ছবি ভাংচুর করা হয়। পরে হামলা কারীরা চলে যায়।  তবে এ ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটন। তিনি জানান, তাঁর কোনো শোডাউন সেই এলাকায় যায়নি। এমনকি তাঁর কোনো কর্মী বা সমর্থক ওই হামলা বা ভাংচুর করেনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






আরও...