অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রপ্রধান : এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২২ রাত ১০:১৬

remove_red_eye

৪২১



রফিক সাদী : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পঁচাত্তর পরবর্তী সরকার মানুষের অধিকার হরন করেছিল। তারা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে কলঙ্কিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রপ্রধান। তাঁর কারণেই দেশের জনগণ তাদের নাগরিক অধিকার ফিরে পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
শনিবার (১ জানুয়ারী) সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলার চাঁচড়া, চাঁদপুর, সোনাপুর ও শম্ভুপুর ইউনিয়নের প্রায় ২৫শ শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ ও মানবতার সেবা সংগঠনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণকালে এমপি শাওন এসব কথা বলেন।তিনি আরো বলেন, তজুমদ্দিনের মানুষের প্রধান আর্তনাদ ছিল মেঘনা নদীর ভাঙ্গন। অনেক এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শেখ হাসিনা রাষ্টীয় ক্ষমতায় থাকায় জিও ব্যাগ ও বøকের মাধ্যমে নদীর তীর সংরক্ষণ করা হয়েছে।
আজকের ছাত্র ছাত্রীরাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় নিজকে যোগ্য ও দক্ষ নাগরিত হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন ভাইস
চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল, সোনাপুর ইউপিচেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, বিআরডিবির চেয়ারম্যান আমিন মহাজন, সেচ্ছাসেবলীগের সভাপতি ইশতিয়াক হাসন প্রমুখ।