অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় ইসলামী যুব আন্দোলনের মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২২ রাত ১০:১২

remove_red_eye

১৩০২



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদরের আলীনগর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত হাতপাখা প্রতিকের কর্মী-সমর্থকদের উপর নৌকার প্রার্থীর সন্ত্রাসী বাহিনী কর্তৃক নৃশংস হামলা-নির্যাতনের প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেফতারের দাবীতে “প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল” অনুষ্ঠিত হয়। শনিবার (০১ জানুয়ারী) ভোলা হাটখোলা জামে মসজিদ চত্তরে বিকালে ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে বক্তারা বলেন, আলীনগরের নৌকার প্রার্থীর লোকজন নির্বচনী প্রচারণাকালীন ইসলামী যুব আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনকে অতর্কিত হামলা করে তার দাড়ি, টুপি, পাগড়িকে অবমাননা, মোবাইল, নগদ টাকা ছিনতাইসহ তাকে গুরুতর আহত করেছে। সে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, হামলা মামলা করে হাতপাখা তথা ইসলামের বিজয় ঠেকানো যাবেনা ইন্শা আল্লাহ ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সিনিয়র সহসভাপতি মাওঃ আতাউর রহমান, সহসভাপতি মাওঃ মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় লিডার এম ওবায়েদ বীন মোস্তফা প্রমুখ। সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি এইচ এম ইব্রাহীম।