অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ১৫ কি:মি: চর ঘেরা ও ৪০ টি বেহুন্দি জাল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২২ রাত ১০:০৯

remove_red_eye

৪০১




  বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদীতে নিষিদ্ধ জাল উদ্ধারে বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়েছে।  শনিবার  সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা মৎস্য বিভাগের নেতৃত্বে কোস্টগার্ড, পুলিশ অভিযান চালিয়েছে। এসময় বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, ভোলা সদর, দৌলতখান, চরফ্যাশন, বোরহানউদ্দিন উপজেলা মেঘনা নদীআজ সকাল থেকে অভিমান চালিয়ে  ১৫ কিলোমিটার চর ঘেরা ও ৪০ টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা। পরে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।






আরও...