অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় নির্বাচনী আচারণ বিধি ভঙ্গের দায়ে একজনকে ১৫ দিনের জেল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জানুয়ারী ২০২২ রাত ০৯:৪১

remove_red_eye

৪৪০



হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা সদরে পঞ্চম ধাপে আসন্ন ইউপি নির্বাচনে শীবপুর ইউনিয়নে আচরণ বিধি ভঙ্গের দায়ে মো: সোহাগ (২৪) নামের একজনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৯ টার দিকে ঐ ইউপির ৭ নং ওয়ার্ডের চাউলতাতলা এলাকা থেকে তাকে আটকের পর কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান। সোহাগ একই এলাকার শাহে আলমের ছেলে।
 নির্বাহী  ম্যাজিস্ট্রেট শনিবার সকালে জানান, রাতে ঐ ইউনিয়নের চাউলতাতলা এলাকায় একদল দৃস্কৃতকারী দেশীয় অস্ত্রসহ মহড়া দেওয়ার সময় সোহাগকে আটক করা হয়। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৬ অনুয়ায়ী ১৫ দিনের জেল প্রদান করা হয়। এছাড়া রতনপুর বাজার থেকে বেশ কিছু লাঠিসোঁটা জব্দ করা হয়।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে জেলার উপজেলা সদরের ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।





আরও...