অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় এডিশনাল এসপির ড্রাইভার মারধর করলো এসপির বড়ভাইকে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০১৯ রাত ০৯:৩৭

remove_red_eye

৫২৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সাইড চাওয়ার অপরাধে এডিশনাল এসপির ড্রাইভার উত্তেজিত হয়ে প্রথমে গাড়ি চাপা দেয়ার চেষ্টা এবং পরে মারধর করেছে অপর এক এসপির বড় ভাইকে। গুরুতর আহত অবস্থায় এসপির বড়ভাই জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী মোকাম্মেল এখন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। অপর দিকে অভিযুক্ত পুলিশের ড্রাইভার কনেস্টেবল জসিমকে ক্লোজ করা হয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার বিকালে পুলিশের ড্রাইভার জসিম ভোলার এডিশনাল এসপির স্ত্রীকে শহরের পাখির পোল এলাকার ভাড়াটিয়া বাসায় নামিয়ে দিতে যান গাড়ি নিয়ে। এ সময় ডিসি অফিসের স্টাফ মোটর সাইকেল আরোহী মোকাম্মেল সাইড চাচ্ছিলেন। কিন্তু পুলিশের ড্রাইভার পেছনের মোটরসাইকেলকে সাইড না দিয়ে ম্যাডামকে বাসার সামনে নামিয়ে গাড়িটি উল্টা ঘোড়ানোর চেষ্টা করেন। অনেক্ষণ পরে পাখির পোলের গোড়ায় গিয়ে পুলিশের গাড়িটি সাইড করলে মোকাম্মেল মোটরসাইকেলটি নিয়ে গাড়ির পাশে গিয়ে ড্রাইভারকে বলেন, আগেই তো সাইড দিতে পারতে। এতে ক্ষিপ্ত হয়ে ড্রাইভার গাড়িটি দিয়ে মোটরসাইকেলটিতে ধাক্কা মেরে মোকাম্মেলকে ফেলে দেন। এবং পরে গাড়ি থেকে নেমে মোকাম্মেলকে বেধরক মারধর করেন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভোলার এসপি সরকার মো: কায়সার জানান, অভিযুক্ত কনেস্টবল জসিমকে ক্লোজ করা হয়েছে।