অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় চার দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে ডিসেম্বর ২০২১ রাত ০২:৪০

remove_red_eye

৪৪৪



মলয় দে/ এম ইসমাইল :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে  ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়  (বাংলা স্কুল) মাঠ প্রাঙ্গনে চার  দিনব্যাপি বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৪ দিন ব্যাপী এ মেলার  উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।  এসময় উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু,  পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত কুমার হালদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক,  জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসার নুরুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ উপস্থিত অতিথিবৃন্দরা। মেলায় ২০টি  স্টলে স্থানীয় বই বিক্রেতা সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়।  সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রতিদিন দুপুর ৩টা থেকে শুরু  হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। এছাড়াও সন্ধ্যায়  মেলা প্রাঙ্গনের ভাসানী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান ও আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।