অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনের মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ রাত ১১:০১

remove_red_eye

৪৩৬

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।  বুধবার বিলে সাড়ে চারটায় তজুমদ্দিনের চৌমুহনী ঘাটের উত্তর পাশে নদীর তীর  থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়না তদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
তজুমদ্দিন থানার এসআই রাজীব বড়ূয়া জানান, জোয়ারের পানিতে ভেসে আসা  লাশটি চৌমুহনী ঘাটের উত্তর পাশের মেঘনা নদীর শহর রক্ষা বাধেঁর সাথে আটকা পড়ে। স্থানীয়রা দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে  লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জির উপরে কালো কটি রয়েছে।   
উদ্ধারকৃত লাশটি ৩-৪ দিন আগের হতে পারে বলে জানিয়েছেন তজুমদ্দিন থানার ওসি এসএম জিয়াউল হক। বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ এর মধ্যে হতে পারে।  এঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।