অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ইউপি নির্বাচনে আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৫২

remove_red_eye

৪৬১



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  পঞ্চম ধাপে ভোলায় ইউপি নির্বাচন-২০২২ উপলক্ষ্যে সকল প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে নির্বাচন আচরণ বিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা নির্বাচন অফিসার মো: আলা উদ্দিন আল মামুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ হাজ¦ী প্রমূখ।

এসময় বক্তারা বলেন, নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ। ভোটারেরা ভোটের দিন নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। কেউ যদি ভোটের পরিবেশ পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করে তাহলে কোন দুষ্কৃতকারীদের ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি ভোলা সদর উপজেলার আলীনগর, ভেলুমিয়া, ভেদুরিয়া, দক্ষিণ দিঘলদী, উত্তর দিঘলদীসহ মোট ১২ টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ৫৬ জন চেয়ারম্যান, ৫৫২ জন সাধারণ সদস্য ও ১৫৩ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন। ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৯১ হাজার ৬৮৬ জন।