অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


শিবপুর ইউপির নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের পথসভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ সকাল ০৭:১২

remove_red_eye

৪৩৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিনেরপথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের মওলবী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিনের আয়োজনে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাছেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালণায় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক শাহে আলমসহ শিবপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা।
 
সভায় বক্তারা ৫ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।