অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ সকাল ০৭:০৯

remove_red_eye

৫২১

দৌলতখান প্রতিনিধি  : ভোলার দৌলতখানে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২১ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের সাবেক অধ্যক্ষ শ.ম ফারুক, দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: হাবিবুল্যাহ, অ্যাকাডেমিক সুপারভাইজার রিনা আক্তার প্রমুখ।
উপজেলা শিল্পকলা অ্যাকাডেমি চত্বরের টেনিস গ্রাউন্ডে আয়োজিত মেলায় উপজেলার সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হচ্ছে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সুকদেব মদনমোহম মাধ্যমিক বিদ্যালয়, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, জয়নুল আবেদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়, খাদিজা খানম মাধ্যমিক বিদ্যালয় ও ছাকিনা আদর্শ অ্যাকাডেমি।