অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বিএনপির সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২১ রাত ০৯:৪১

remove_red_eye

৫২৭



এইচ আর সুমন :বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ভোলায় বিএনপির সমাবেশ উপলক্ষে জেলা বিএনপি'র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ই ডিসেম্বর  বুধবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর ২টায় ভোলা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষে সোমবার জেলা বিএনপি'র কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়বিএনপি'র নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খান, সহ-সভাপতি রাইসুল আলম,সাধারণ স¤পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম স¤পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক স¤পাদক এনামুল হকসহ ভোলা সদর উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল,ছাত্রদল, শ্রমিকদল কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অপর দিকে রাতে বিএনপির সমাবেশ সফল করার জন্য ভোলা মহাজনপট্রি এলাকায় বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল করেছে। এছাড়াও  লিফলেট বিতরণ করে।