অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ৭ ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ ও স্বতন্ত্র ৩ প্রার্থী বিজয়ী


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২১ সকাল ১০:৩৬

remove_red_eye

৪৩৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় চতুর্থ ধাপের ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী ৪ জন ও স্বতন্ত্র ( বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী ৩ জন নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে পক্ষিয়া ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী চশমা প্রতীকের আলাউদ্দিন, টবগী ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী অটো রিস্কা প্রতীকের জসিম হাওলাদার, দেউলা ইউনিয়নে (স্বতন্ত্র) প্রার্থী আনারস আসাদুজ্জামান বাবুল, হাসান নগর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের আবেদ চৌধুরী , বড় মানিকা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের জসিম হাওলাদার, কুতুবা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের জোবায়েদ মিয়া, কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকের আঃ রব কাজী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন বলে স্থানীয় ভাবে জানা গেছে। তবে রাত ১ টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নির্বাচন অফিস থেকে নিশ্চিত ভাবে ভোটের সরকারি ফলাফল জানাযায় নি। উল্ল্যেখ, বড় ধরনের কোন সহিংস ঘটনা ছাড়াই প্রশাসনের কঠোর নিরাপত্তার মাঝে শান্তিপূর্ন ভাবে রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের সাথে কথা বলে জানা যায় ,তারা নিরাপদে ভোট দিতে পেরে অনেক খুশি। প্রত্যেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল অনেক।