অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিনে ইউপি নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২১ সকাল ১০:১৩

remove_red_eye

৪৭৩

 

বাংলার কন্ঠ প্রতিবেদক::

চর্তুথ ধাপে ভোলার বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার ৮টি ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও তার আগেই কনকনে শীত উপেক্ষা করে নারী ও পুরুষ ভোটাররা ভোর থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে।

এদিকে নির্বাচনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ও সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষে ১৫ জন ম্যাজিষ্ট্রেট ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেব এর ৫টি টিম বিজিবির ৭টি টিম ও ৭'শ পুলিশসহ আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন, সাধারণ সদস্য পদে ৩১৪ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮১ জন প্রতিদ্বন্দী করছেন। অপরদিকে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দীতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না। তবে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহন চলছে।