অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর গল্পের আসর


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০১৯ রাত ০৯:৫৭

remove_red_eye

৫০৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় সরকারি রফিকুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু’র গল্প আসার আয়োজন করেছে বে-সরকারি উন্নয়ন সংস্থা ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি ( আইসিডিএস) । রবিবার ওই আসরে শিক্ষার্থীদের গল্প শোনালেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছসহ অতিথিরা। শোকাবহ আগষ্ট উপলক্ষে এমন গল্পবলার আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, ব্র্যাক কো-অডিনেটর আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান , শিক্ষক গোলাম মোস্তফা, শিক্ষক মিজানুর রহমান, মেরিস্টোর ম্যানেজার জীবন কুমার সাহা, আইসিডিএস’র নির্বাহী পরিচালক মূর্তজা খালেদ প্রমুখ । সংগঠনের হল রুমে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের পাশপাশি শিক্ষকরাও উপস্থিত ছিলেন। প্রথমে ল্যাবটপে বঙ্গবন্ধুর প্রমান্যচিত্র দেখানো হয় শিশুদের।