অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার চর আনন্দ গ্রামে শিশু আবদুর রহমান নিখোঁজ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২১ রাত ০৮:১৮

remove_red_eye

৬২১



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ গ্রামের রিক্সা চালক বাসিন্দা মনির জমাদ্দারের ১০ বছর বয়সী পুত্র আবদুর রহমান হারিয়ে গেছে।  নিখোঁজের ১৮ দিন পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
জিডি সূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ৯টার দিকে শিশু আবদুর রহমান তাদের বাসা থেকে খেলার করার উদ্দ্যোশে বাড়ি থেকে বের হয়। কিন্তু তার পর থেকে আর বাড়ি ফিরে আসেনি। সকল আতœীয় স্বজনদের বাড়ি খোজাখুঁজি করা হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আবদুর রহমানের আনুমানিক উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। শারীরিক গঠন স্বাস্থ মোটামুটি। গায়ের রং শ্যামলা ফর্সা। মুখমন্ডল গোল, চোখের বর্ণ কালো, মাথার চুল কালো। আঞ্চলিক ভাষায় সে কথা বলে। এ ব্যাপারে ভোলা থানায় একটি জিডি করা হয়েছে। যার নং ৫৪৪, তারিখ ১২.১২.২০২১ইং।

সন্ধান প্রার্থী
পিতা মনির জমাদ্দার
মোবাইল: ০১৭৮৪-৪৫৩৭৮২
০১৭৪২-৩০৮২৬১