অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার পূর্ব ইলিশায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৫২

remove_red_eye

৪৩৮



এম ইসমাইল : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় পানিতে ডুবে তৈয়বা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাঘার হাওলা গ্রামের মালেক মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু তৈয়বা একই গ্রামের মোঃ সালাউদ্দিন এর মেয়ে পরিবার ও এস্থানিও সূত্রে জানাযায়, বুধবার দুপুরে নিজ বাড়ির উঠানে শিশুটি একাকী খেলাধুলা করছিল। একপর্যায়ে সে বাড়ি সংলগ্ন পুকরের কাছে গেলে পানিতে পড়ে ডুবে যায়।পরে পরিবারের অনেক খোঁজাখুঁজি করে পুকুরের পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা। এদিকে মাত্র দুই বছর বয়সী শিশুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন উক্ত ঘটনার সততা নিশ্চিত করেছেন।