অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪ | ১৫ই চৈত্র ১৪৩০


ভোলা থিয়েটারের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ রাত ১১:১৫

remove_red_eye

৩৩২



প্রয়াত সব্যসাচি গুণী শিল্পী স্বাতী করঞ্জাইকে উৎসর্গ


বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রয়াত সব্যসাচি গুণী শিল্পী স্বাতী করঞ্জাইকে উৎসর্গ করে ভোলা থিয়েটারের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার উদযাপিত হয়েছে। ভোলা জেলা পরিষদ হলরুমে স্বাতী করাঞ্জাই’র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী।  গেস্ট অব অনার ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, সাবেক অধ্যক্ষ এম. ফারুকুর রহমান, গ্রুপ থিয়টার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সফিকুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, দক্ষিণ প্রান্ত পত্রিকার সম্পাদক নজরুল হক অনু। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ভোলা থিয়েটারের সম্পাদক আবিদুল আলম। দ্বিতীয় পর্বে নাসির লিটন ও অঞ্জনা সাহার নির্দেশনায়  অতনু করাঞ্জাই'র গ্রন্থনায় গীতি আলোখ্যে ভোলা থিয়েটারের ১৮ জন সদস্য অংশ নেন।