অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভেদুরিয়া সড়কে টমটম-বোরাক মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০১৯ রাত ১০:০৩

remove_red_eye

৬০৩

 

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার ভেদুরিয়া সড়কে টমটম-বোরাক মুখোমুখি সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে ভোলা-ভেদুরিয়া মহাসড়কের হাওলাদার বাজার বিশ্বরোড সংলগ্নে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভেদুরিয়া ফেরিঘাট থেকে পরানগঞ্জ গামী টমটম বিপরীত দিক থেকে আসা বোরাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোরাকটি রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে তা স্থানীয়রা উদ্ধার করে। এ ঘটনার সাথে সাথে উভয় চালক পালিয়ে যায়। স্থানীয়রা উভয় গাড়ির যাত্রীদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। উভয় গাড়ির ৭জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে মোঃ জামাল (২৫), খালেক (২৭) শিশু মিতু (৮) ও লিমার (৭) অবস্থা আশঙ্কাজনক।