অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পুলিশের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ রাত ১১:০১

remove_red_eye

৪১০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ও মুজিব শতবর্ষ উলক্ষ্যে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচির আয়োজন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ লাইন্সে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ ইসলাম। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া জেলা পুলিশের সদস্য বিভিন্ন পেশাজীবীরা স্বেচ্ছায় রক্তদান করেন। পুলিশের তত্বাবধায়নে এসব রক্ত দুঃস্থ ও অসহায় রোগীদের প্রদান করা হবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুনাক সভাপতি ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পুনাক সহ সভাপতি ফারজানা বিনতে ওহাব।