অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৫৫

remove_red_eye

৫৬৩

বাংলার কন্ঠ প্রতিবেদক :  ভোলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা সমাবেশ-২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস্ট্যান্ড সংলগ্ন আনসার ও ভিডিপি কার্যালয় চত্তরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি’র সদর দপ্তরের পরিচালক (ভিডিপি প্রশাসন) এ কে এম জিয়াউল আলম। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একইস্থানে মিলিত হয়। জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এখানে বক্তব্য দেন, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরিফউদ্দিন আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো: আহসান উল্লাহ, সদর উপজেলা কমান্ডর মো: মোকাম্মেল হক। পরে আনসার সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিন, কম্বল ও ছাতা বিতরণ করা হয়। এসময় আনসার ও ভিডিপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিথ ছিলেন।